বেগমগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই, ভোট স্থগিত

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বাবুনগর কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনের সরঞ্জাম ছিনতাই হয়েছে।
আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শুরুতেই এ ঘটনা ঘটে।
ফলে এই কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
পরে ইউএনও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মামুনুর রশিদ কিরণ ও বিএনপির প্রার্থী হিসেবে বরকত উল্লাহ বুলু লড়াই করছেন।