প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা কমেছে, শহরে বেড়েছে : অর্থমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/24/photo-1424785960.jpg)
দেশের সহিংসতা দ্রুত নিরসন হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা কমে গেছে। তবে শহরাঞ্চলে কিছুটা বেড়েছে। এটাও কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আনেত্তি ডিক্সনের সাথে সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে অর্থমন্ত্রী বলেছিলেন, ঢাকা শহরের অবস্থা ভালো হলেও বাইরের পরিস্থিতি মারাত্মক খারাপ।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আনেত্তির সাথে কোনো কথা হয়নি বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাজেট সহায়তা দেওয়ার বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংকের অন্যান্য উন্নয়ন সহায়তাও আগের চেয়ে বেড়েছে।
বৈঠক শেষে আনেত্তি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশ অচিরেই দারিদ্র্যমুক্ত দেশ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।