নোয়াখালীতে গণধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে এক নারীকে গণধর্ষণের অভিযোগে মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ভিকটিমের স্বামী নয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ মোশাররফ নামে একজনকে গ্রেপ্তার করেছে। ভিকটিমকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, ওই নারীকে নির্যাতন করা হয়েছে। তবে তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না, তা ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে। নির্বাচনের কারণে নাকি পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে; পুলিশ তা তদন্ত করে দেখছে।
নির্যাতনের শিকার ওই নারীর স্বামী দাবি করেন, রোববার দিবাগত রাতে কয়েকজন মিলে তাঁর পরিবারের সবাইকে (স্ত্রী ছাড়া) বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে তাঁর স্ত্রীকে বাইরে নিয়ে গণধর্ষণ করে। এই ঘটনা কাউকে জানালে তাঁকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। গ্রামবাসীর সহযোগিতায় তাঁর স্ত্রীকে উদ্ধার করে সোমবার দুপুর ১টায় হাসপাতালে ভর্তি করা হয়।