লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের ওপর হামলার চেষ্টা করেছে যুবলীগের নেতাকর্মীরা। এতে বাধা দিলে পুলিশের ওপরও হামলা চালায় তারা। এরপর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগের কার্যালয় ঘেরাও করে পুলিশ।
আহতরা হলেন সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) গিয়াস উদ্দিন, কনস্টেবল নয়ন পাল, মেহেদী হাসান, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমনসহ ১০ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।
লোকমান হোসেন জানান, সকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আঠিয়াতলী গ্রামের যুবক দেলোয়ার হোসেনের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান ফজলুরের মারামারি ঘটনা ঘটে। পরে দুজনকেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এ সময় যুবলীগের নেতাকর্মীরা চিকিৎসাধীন দেলোয়ারের ওপর হামলার চেষ্টা করে। বাধা দিতে গেলে পুলিশের ওপরও হামলা করে তারা। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, যুবলীগকর্মী রূপম হাওলাদার, সাইমুন, ছাত্রলীগকর্মী আশেক আহমেদ ও মো. রনিসহ ১০ জনকে আটক করা হয়।