ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ২৭২৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুদিনে দুই হাজার ৭২৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ শনিবার (২৫ জানুয়ারি) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
অভিযানের সময় ১২৫টি গাড়ি ডাম্পিং ও ৫১টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।