মাগুরায় ‘পূর্বশত্রুতার’ জেরে ছুরিকাঘাতে একজনকে খুন

মাগুরা সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রশিদ লস্কার (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ‘পূর্বশত্রুতা’র জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর গ্রামে রশিদ লস্কারের বাড়ির সামনে ওই ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গতকাল রাতে স্ত্রীকে সঙ্গে করে সদর হাসপাতালে অসুস্থ এক আত্মীয়কে দেখে মোটরসাইকেলযোগে কাশিনাথপুরের বাড়ি ফিরছিলেন রশিদ। বাড়ির সামনে পৌঁছানোমাত্রই ওত পেতে থাকা তিন দুর্বৃত্ত অতর্কিতে রশিদকে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
রশিদের স্ত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে গুরুতর আহত অবস্থায় রশিদকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত রশিদের পৈতৃক বাড়ি শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে। তাঁর বাবা মরহুম জাবেদ আলী। সাত বছর আগে পৈতৃক ভিটা ছেড়ে স্থায়ীভাবে কাশিনাথপুরে বসবাসের সিদ্ধান্ত নেন রশিদ। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে গজদূর্বায় বিরোধী একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল তাঁর। সেই রেষারেষি ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।