শপথ নিলেন না সুলতান মনসুর

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শপথ নেননি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
আজ বৃহস্পতিবার বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেননি জাতীয় ঐক্যফ্রন্টের নবনির্বাচিত সুলতান মনসুরসহ সাত সংসদ সদস্য, যাদের মধ্যে রয়েছেন বিএনপির পাঁচজন এবং গণফোরামের দুজন। শপথ না নেওয়ার কারণ হিসেবে সুলতান মনসুর জানান, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুয়ায়ী তিনি শপথ করেননি।
আজ বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
তবে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে তিন আসনের নবনির্বাচিত তিনজন সংসদ সদস্য ওই অনুষ্ঠানে শপথগ্রহণ করেছেন। সংসদ সদস্যরা হলেন মৌলভীবাজার-১ আসন থেকে মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসন থেকে নেসার আহমদ ও মৌলভীবাজার-৪ আসন থেকে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।