ঝালকাঠিতে কারেন্টজাল ও ইলিশ মাছ জব্দ
প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার অপরাধে রোববার রাতে এবং সোমবার সকালে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে ৬৭ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল এবং ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময় দুই জেলেকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় মৎস্য বিভাগ ও প্রশাসন সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সাতটি ভ্রাম্যমাণ আদালত এবং পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে এ ব্যবস্থা গ্রহণ করেন।
পরে জব্দ করা কারেন্ট জাল ঝালকাঠি শহরের পুরান কলেজ খেয়াঘাট এবং নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ সময় জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম এবং নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে উপস্থিত ছিলেন। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ সরকারি শিশু পরিবার এবং চারটি এতিমখানায় বিতরণ করা হয়।
মৎস্য বিভাগ ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করেছে। এ সময় ইলিশ ধরাসহ ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।