মন্ত্রিসভায় শেরপুরের কেউ নেই, বাদ পড়লেন মতিয়া
মন্ত্রিসভায় ঠাঁই হয়নি শেরপুর জেলার কারোরই। বাদ পড়েছেন সাবেক কৃষিমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ বেগম মতিয়া চৌধুরী। জায়গা হয়নি হুইপ আতিউর রহমান আতিকেরও। ঠাঁই পাননি শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের সাংসদ প্রকৌশলী ফজলুল হক চান।
আজ রোববার বিকেল সোয়া ৪টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম পড়ে শোনান। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হিসেবে কাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনে শপথ নিচ্ছেন।
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মতিয়া চৌধুরীর দীর্ঘদিনের কৃষি মন্ত্রণালয়টির দায়িত্ব দেওয়া হয়েছে ড. মো. আবদুর রাজ্জাককে। ফলে মন্ত্রীদের তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। অপর দিকে গত সংসদে হুইপ হিসেবে দায়িত্বপালনকারী শেরপুর-১ (সদর) থেকে পঞ্চম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আতিউর রহমান আতিকের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল, তাও বাস্তবতায় রূপ নেয়নি।
শেরপুরের তিনটি আসন থেকে কারো নামই নেই নবনির্বাচিত সরকারের ঘোষিত মন্ত্রিসভায়।