মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হয়েছেন ১০ জন।
আজ বুধবার বিকেলে ঢাকা-মুন্সীগঞ্জ মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এ সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন শ্রীনগর উপজেলার দয়াহাটা গ্রামের বাচ্চু মিয়া (৩০), সিরাজদিখান উপজেলার চালতিপাড়ার শীলা আক্তার (২৮), নাঈম (৮) ও অজ্ঞাত ভ্যানচালক (২৫)। আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসটি বিকেলে ৫টায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ দুর্ঘটনার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় জনতা সেখানে ডিভাইডার নির্মাণের দাবি জানায়। পরে মন্ত্রীর আশ্বাসে জনতা সেখান থেকে অবরোধ তুলে নেয়।