মাগুরায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

মাগুরা সদর উপজেলার মাগুরা-হাজিপুর সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তমাল বিশ্বাস (১৮) নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলদাহ এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তনু বিশ্বাসের ছেলে। স্থানীয় হাজিপুর কলেজ থেকে এ বছর তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নলদাহ এলাকায় ইট বহনকারী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই মারা যান মোটরসাইকেল আরোহী তমাল।
ওই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তমালের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুপুর ২টার দিকে সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় পরিবহনের চাপায় আপন বিশ্বাস নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।