দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সরকারের হস্তক্ষেপ আরো বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।
সম্প্রতি দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার একটি পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
বিএনপির এ মুখপাত্র বলেন, ‘সারা দেশে জেলা-উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পর্যায়ে জনপ্রতিনিধিদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। শাসকদলীয় লোকদের তারা সেই কালো আইনের ভিত্তিতে ভারপ্রাপ্ত মেয়র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইত্যাদি পদে বসিয়েছেন এবং গেজেট নোটিফিকেশন করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করেছে।’
রিপন অভিযোগ করে বলেন, ‘যেখানে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনের এ হাল, তখন দলীয় প্রতীকের মাধ্যমে যখন এ নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন তারা বিএনপির প্রার্থীদের, বিএনপির মনোনীত এবং বিএনপি থেকে যাঁরা জিতবেন, তাঁদের সরকার বের করে দিতে পারবে। এ পথটি আরো বেশি পরিষ্কার হবে তাদের কাছে।’