খেলাধুলার মাধ্যমে মাগুরাকে তুলে ধরার আহ্বান সাংসদ শেখরের

আজ শুক্রবার মাগুরার আছাদুজ্জামান স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর। ছবি : এনটিভি
খেলাধুলার মাধ্যমে নিজেকে এবং মাগুরাকে দেশ-বিদেশে তুলে ধরতে ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর।
আজ শুক্রবার মাগুরার আছাদুজ্জামান স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাইফুজ্জামান শেখর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনালী অতীত ক্লাবের সভাপতি এস এম কামরুজ্জামান চাঁদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আলি আকবর ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
দৌড়, দীর্ঘলাফ, গোলক নিক্ষেপসহ ৬৪টি বিষয়ে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন এই ক্রীড়া প্রতিযোগিতায়। শিক্ষক, অভিভাবকসহ বিপুল সংখ্যক ক্রীড়াবিদ এ সময় উপস্থিত ছিলেন।