তিন বছরের মধ্যে গ্যাস সংকট দূর হয়ে যাবে : প্রতিমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/11/photo-1444503391.jpg)
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের গ্যাস সংকট দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার সকালে বিদ্যুৎ ভবনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম আয়োজিত ‘চট্টগ্রামের শিল্পায়ন : জ্বালানির প্রাপ্যতা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি শিল্পকারখানায় গ্যাস দিতে চাই। আবাসিক খাতে গ্যাস বন্ধ রাখতে চাই। এভাবেই আমরা পরিকল্পনা করতে চাই। আমরা একটা গ্যাস ব্যবহারের নীতিমালা করেছি।’
নসরুল হামিদ আরো বলেন, দুই-তিন বছরের মধ্যে গ্যাস সংকট দূর হয়ে যাবে। গ্যাসের প্রকৃত দাম দিতে হবে গ্রাহকদের। চট্টগ্রামে পরিবহন ও আবাসিক খাতে গ্যাস বন্ধ করে দিলে বাণিজ্যিক খাতে গ্যাসের সমস্যা মিটে যাবে বলেও জানান তিনি।
এ সময় জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, গ্যাস ও তেলের ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কেননা বিশ্ব বাজারে যে হারে তেলের দাম কমছে তাতে বাংলাদেশে জ্বালানির সংকট হওয়ার কোনো কারণ নেই।