চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, গুলিসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খাসেরহাট এলাকা থেকে আজ শনিবার র্যাব দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আটটি গুলিসহ একজনকে আটক করেছে।
আটক ব্যক্তি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর খাসেরহাট খাগড়াটোলা গ্রামের বাবুল (৪০)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব ৫-এর একটি দল শিবগঞ্জে খাসেরহাটের রসুনচক এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ বাবুলকে হাতেনাতে আটক করে।
বাবলু দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে র্যাব জানায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।