লক্ষ্মীপুরে যাবজ্জীবনপ্রাপ্তের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানুর (৪৪) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাটসংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়ি থেকে মানুর মরদেহ উদ্ধার করা হয়।
মাইন উদ্দিন মানু চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ফেনী, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন দাবি করেন, ‘গতকাল গভীর রাতে ডাকাতদলের অন্তর্কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়।’
‘এ সময় মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় একটি পাইপগান ও দুটি কর্তুজ। পরে গুলিবিদ্ধ মানুকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পরিদর্শক আরো বলেন, মানুর মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।