সাজেক গিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালকের মৃত্যু
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে গিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মো. রাশেদের (৪৩) মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাশেদের নেতৃত্বে ৩২ জনের একটি দল শিক্ষা সফরের জন্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে যায়।
২৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য রাশেদ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেকে সারা দিন বিভিন্ন স্থানে বেড়ানোর পর বৃহস্পতিবার মধ্যরাতে পর্যটন এলাকার রুংরাং রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন রাশেদ। এরপর তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।