ভোটের সরঞ্জামবাহী গাড়ি দুর্ঘটনায়, আহত ১৮
বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় নির্বাচনী সরঞ্জামবাহী দুটি গাড়ি দুর্ঘটনায় প্রিসাইডিং অফিসারসহ ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা নির্বাচনী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, জেলা সদর থেকে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পোলাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি জিপগাড়িতে করে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি চকরিয়ার হারবাং এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে নির্বাচনী সরঞ্জামবাহী গাড়িতে থাকা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া ও লোহাগাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফাইতং ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জালাল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর এ জান্নাত রুমিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
লামার ইউএনও নুর এ জান্নাত রুমি জানান, নির্বাচনী সরঞ্জামসহ ভোটকেন্দ্রে যাওয়ার সময় একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নির্বাচনী দায়িত্বরত সদস্যরা আহত হয়েছেন। তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত নতুন কর্মকর্তাদের পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা নির্বাচনী কর্মকর্তা মো. রেজাউল করিম আরো জানান, রোববার সন্ধ্যার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই কর্মকর্তা সিএনজিতে করে নির্বাচনী সরঞ্জাম আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।