ফরিদপুর শহর ও কোতোয়ালি আ. লীগের কমিটি ঘোষণা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/15/photo-1444929405.jpg)
ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে দুটি কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। এরপর বিকেলে অম্বিকা মেমোরিয়াল হলে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিতে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি পদে রাজ্জাক মাস্টার ও সাধারণ সম্পাদক পদে সামসুল আলম চৌধুরী বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হন।
অপরদিকে শহর আওয়ামী লীগে বিনা প্রতিদন্দ্বিতায় সভাপতি পদে নাজমুল ইসলাম লেভী ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বরকত নির্বাচিত হন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ বক্তব্য দেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফরিদপুরকে খুব দ্রুত সময়ের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে, যা এখন সময়ের ব্যাপার। এ ছাড়া ফরিদপুরের কুমার নদকে ১৮ কোটি টাকা ব্যয়ে খনন করা হবে বলেও জানান তিনি।