খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424934801.jpg)
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
গতকাল বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পরোয়ানা জারি করেন রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। এনটিভির প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম : সকালে নগরীর ডিসি হিল এলাকায় মিছিল বের করে জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম। সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি রাজীব ধর তমালের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অসীম বণিক, বিপ্লব চৌধুরী, মিঠু ধর প্রমুখ। মিছিল থেকে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : সকাল ৭টার দিকে শহরের সরকারি উচ্চ বালক বিদ্যালয় মোড় থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে একচি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরকারি মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা শ্রমিক দলের আহ্বায়ক আহসান হাবীব সোনাসহ বিএনপির নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে শহরের চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জেলখানার মোড়ে সমাবেশ করেন।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। নেতা-কর্মীদের কার্যালয়ে ঢুকতেও বাধা দেয় পুলিশ।
এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ বলেন, তাদের অবরুদ্ধ করা হয়নি বা বাধা দেওয়া হয়নি। নিরাপত্তার জন্যই অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইয়ুব আলী, ময়মনসিংহ : দুপুরে হরিকিশোর রায় রোডে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল বের করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। মিছিল পায়রা চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওহাব আকন্দ, জেলা দপ্তর সম্পাদক হান্নান খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব, কৃষক দলের আজিজুল হক, শ্রমিক দলের আবু সাইদ, যুবদলের খন্দকার মাসুদ প্রমুখ মিছিলে অংশ নেন।
আনিস রহমান, সিলেট : মহানগর বিএনপির নেতা মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে আলিয়া মাদ্রাসার সামনের রাস্তায় একটি ঝটিকা মিছিল বের হয়। এ ছাড়া সিলেট জেলা ও মহানগর মহিলা দল নগরীর হাওয়াপাড়ায় মিছিল করে। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যাপিকা সামিয়া চৌধুরী এ মিছিলে নেতৃত্ব দেন।
মো. আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ: বিকেলের দিকে আশুগঞ্জ বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি আশুগঞ্জ চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ও ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেট দিয়ে আবার চৌরাস্তায় এসে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির আহমেদ, বিএনপি নেতা আজিজুর রহমান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মো.পারভেজ খা, হাজী মো. হাবিবুর রহমান, মো. সাফি উদ্দিন, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, সেলিম সিকদার, আসাদ মিয়া ভুইয়া, আলমগীর খা ও মো. ফারুকুল ইসলাম ও জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ক্রসফায়ারের নামে হত্যা, খুন, নির্যাতন করে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের আন্দোলন থেকে হটানো যাবে না এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
শফিক জামান, জামালপুর: দুপুরে জামালপুর শহরের স্টেশন রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এ সময় বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এমদাদুল হক হীরার সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের মুক্তির দাবিতে ও হরতালের সমর্থনে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট। সকাল ১১ টায় শহরের ঘোষপাড়া থেকে পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সমাবেশ হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, সহ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। বক্তারা অবিলম্বে কুড়িগ্রামের সন্তান রিজভী আহমেদসহ কারাগারে আটক বিএনপির সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানান।