জামালপুরের ৫টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা
জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মো. ফরিদুল কবির শামীম তালুকদার এবং জামালপুর-৫ (সদর উপজেলা) আসনে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশায় অপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।
এদিকে, দলীয় মনোনয়নের খবর পেয়ে জামালপুরের বিভিন্ন উপজেলায় কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকেই মিষ্টি বিতরণ করে প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। শহর ও গ্রামের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।

                  
                                                  নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)