মুন্সীগঞ্জে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার এলাকায় একটি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে একজনকে আটক করে একবছরের কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়। এ সময় চঞ্চল ফাইবার নেট কারখানা থেকে অবৈধ কারেন্ট জাল ও কারেন্ট জাল তৈরির কাঁচামাল জব্দ করে এবং কারখানার মালিক আবদুস সাত্তারকে আটক করে।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকার অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় চঞ্চল ফাইবার নেট থেকে প্রায় ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জাল নয়াগাঁও এলাকার নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়।