কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার
রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় এক নম্বর আসামি অংসুইছাইন চৌধুরী (৬০)। একই দিনে এই মামলার অন্য আসামি মো. জুনায়েদ হোসেনকে (২৫) কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে হাজির করা হবে।