সন্ত্রাসবিরোধী আইনে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া গ্রেপ্তার
গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এই আদেশ তেন।
এ বিষয়ে ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নথি থেকে জানা গেছ, গত ১১ ডিসেম্বর গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মোজাম্মেল হক মামুন। এরপরে তাঁকে আজ গ্রেপ্তার দেখানোর দিন নির্ধারণ করেন আদালত। সে নির্দেশ মোতাবেক আজ আসামি সুমাইয়াকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে বিচারক গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।
নথি থেকে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে গুলশান-১ এর জব্বার টাওয়ারের পাশে ৩০-৩৫ জন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। আসামিরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেয়। তারা দেশবিরোধী স্লোগান দেয়। পুলিশ সেখানে গিয়ে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ওইদিনই গুলশান থানায় মামলা দায়ের করে।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়। এরপরে গত ৭ আগস্ট তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। পরবর্তীতে গত ১২ আগস্ট সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত প্রতিবেদক