সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার প্রায় ২ হাজার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৯২১ জন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৫২৩ জন ও ডেভিল হান্ট ফেইজ-২ এ গ্রেপ্তার ১ হাজার ৩৯৮ জন।
অভিযানে একটি তাজা বুলেট, একটি ফায়ারকৃত গুলি, একটি পিস্তল, পাঁচটি দেশীয় অস্ত্র, তিনটি ছোরা, একটি সামুরাই, একটি একনলা বন্ধুক, একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড কার্তুজ, নয়টি ককটেল বোমা, এক রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড রাইফেলের গুলি, তিনটি ককটেল বোমা, একটি বার্মিজ চাকু ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)