গায়ে আগুন দেওয়ার অভিযোগ তরুণীর, পুলিশ বলছে ‘ভিন্নকথা’
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি সয়াবিনক্ষেত থেকে দগ্ধ অবস্থায় এক তরুণীকে (২৮) উদ্ধার করা হয়েছে। তরুণীর অভিযোগ, স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় সালাউদ্দিন নামের এক ব্যক্তি তাঁর গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন।
তবে কমলনগর থানার পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই তরুণী বাজার থেকে কেরোসিন এনে সয়াবিনক্ষেতে গিয়ে নিজের গায়ে নিজে আগুন দিয়েছেন।
খবর পেয়ে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া ও জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন সদর হাসপাতালে ওই তরুণীকে দেখতে যান।
এর আগে বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় একটি সয়াবিনক্ষেত থেকে দগ্ধ অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য হাফিজ উল্লাহ ও গ্রামপুলিশ আবু তাহের তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে এনে ভর্তি করেন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আগুনে ওই তরুণীর মুখ-হাতসহ শরীরের প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তরুণী চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সালাউদ্দিন স্ত্রী ও দুই ছেলে নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছেন। সালাউদ্দিন পেশায় রিকশাচালক।
চিকিৎসাধীন দগ্ধ তরুণী দাবি করেন, মোবাইল ফোনে সালাউদ্দিনের সঙ্গে তাঁর পরিচয়। প্রায় দেড় বছর আগে কাজী অফিসে তাদের বিয়ে হয়। ছয় মাস আগে তিনি জানতে পারেন, সালাউদ্দিন বিবাহিত।
তরুণী আরো বলেন, ‘এ কথা শুনে কিছুদিন আগেও কমলনগর এসে সালাউদ্দিনের কাছে স্ত্রীর মর্যাদা দাবি করি। কিন্তু পাইনি। গত শুক্রবার আবারও আসি। কিন্তু এবারও স্ত্রী স্বীকৃতি দেওয়া হয়নি। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে সালাউদ্দিন।’
এ বিষয়ে জানতে সালাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি। ঘটনার পর থেকে তাঁর পরিবারের সদস্যরাও পলাতক রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হাফিজ উল্লাহ বলেন, ‘বিয়ের কাগজপত্র নিয়ে আসার জন্য ওই তরুণীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর শুনি তিনি দগ্ধ অবস্থায় সালাউদ্দিনের বাড়ির তিন বাড়ির পরে একটি সয়াবিনক্ষেতে পড়ে আছেন। এ সময় তাঁর পাশে কেরোসিনের বোতল, দিয়াশলাইয়ের বক্স, জুতা, ব্যাগ ও পুড়ে যাওয়া ওড়না পড়েছিল। ঘটনাস্থলে গিয়ে গ্রামপুলিশের সহযোগিতা নিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ‘ওই তরুণীর ব্যাগে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। তিনি কেরোসিন নিজেই বহন করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছেন। তবে সত্য উদঘাটনে তদন্ত চলছে।’
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করা হচ্ছে।’