মাইক্রোবাস থামিয়ে তিনজনকে অপহরণ, মুক্তিপণ দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/23/photo-1445586301.jpg)
বান্দরবানের বাইশারী-ঈদগড় সড়কে মাইক্রোবাস থামিয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তিরা হলেন—বাইশারীর সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু তৈয়ব (৪৫), ব্যবসায়ী আবু বক্কর (৪১) ও চকরিয়ার বাসিন্দা শাহ আলম (৩৬)। তিনজনের মোবাইল ফোন থেকে সন্ত্রাসীরা পরিবারের কাছে মুক্তিপণ বাবদ আট লাখ টাকা দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ।
আবু তৈয়বের স্ত্রী বাইশারীর মহিলা ইউপি সদস্য আয়েশা সিদ্দিকী বলেন, সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা ফোন করে। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।
পুলিশ আরো জানায়, ঘটনাস্থল কক্সবাজারের রামু উপজেলার মধ্যে পড়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, চট্টগ্রাম থেকে রোগী নিয়ে ফেরার পথে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কের বমুবিলছড়ি এলাকায় সন্ত্রাসীরা এ তিনজনকে অপহরণ করে নিয়ে যায়।