মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্স চুরির অভিযোগে গণপিটুনি
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে রাখা একটি ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স চুরির অভিযোগে এক তরুণকে লোকজন ধরে পিটুনি দিয়েছে। পিটুনি শেষে মো. সোহাগ (২৩) নামের ওই তরুণকে পুলিশে সোপর্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ছ ৭১-১৪৪৩ অ্যাম্বুলেন্সের চালক খাবার খেতে গেলে সোহাগ নকল চাবি দিয়ে বারবার গাড়ির চালু করার চেষ্টা করে ব্যর্থ হন। তখন চালক তাঁকে অ্যাম্বুলেন্সে দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে হাতেনাতে ধরে সোহাগকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, নকল চাবি দিয়ে গাড়ি চুরির সময় জনতা তাঁকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহাগকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আন্তজেলা গাড়ি চোরচক্রের সদস্য কি না তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।