ডুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/26/photo-1424963676.jpg)
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (শারীরিক শিক্ষাকেন্দ্র) ড. মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। মাঠাধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক গণেশ চন্দ্র সাহা।
অনুষ্ঠানে জাহিদ আহসান রাসেল বলেন, বাঙালি জাতি জয়ে যেমন খুশি হয়, তেমনি পরাজয়ে ব্যথিত হলেও ভেঙে পড়ে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শরীর-মন সুস্থ রাখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘পৃথিবীতে বিখ্যাত হওয়ার অন্যতম মাধ্যম খেলাধুলা। এর মাধ্যমে খুব সহজেই বিশ্বের দরবারে নিজেদের পরিচিতি তুলে ধরা যায়। কিন্তু আমরা খেলাধুলায় অনেক পিছিয়ে আছি।’ তিনি ছাত্রছাত্রীদের নতুন নতুন খেলাধুলার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ৩৩টি ইভেন্টে মোট ৯৯টি পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।