ফরিদপুরে পাঁচদিনের স্কাউট সমাবেশ শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/25/photo-1445783207.jpg)
ফরিদপুরের মধুখালী উপজেলার আবদুর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ প্রাঙ্গণে স্কাউট সমাবেশ শুরু হয়েছে। ছবি : এনটিভি
‘শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ এবং আমাদের সেরা সম্পদ’ স্লোগানে ফরিদপুরে পাঁচদিনের স্কাউট সমাবেশ শুরু হয়েছে। আজ রোববার স্থানীয় সংসদ সদস্য মো. আবদুর রহমান এ স্কাউট সমাবেশের উদ্বোধন করেন।
এ সময় সংসদ সদস্য বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধনের পর স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে সমাবেশ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
মধুখালী উপজেলার আবদুর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ প্রাঙ্গণে উপজেলার ৩৩ দলের অংশগ্রহণে ষষ্ঠবারের মতো এই স্কাউট সমাবেশের আয়োজন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত ইউএনও মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু উপস্থিত ছিলেন।