রাজশাহীতে যাত্রীবাহী বাসে ককটেল হামলা, আহত ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/27/photo-1425015678.jpg)
রাজশাহীর চারঘাটে জেসিকা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট উপজেলার হলিদাগাছী আশ্রয়ণ প্রকল্পের কাছে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মাসুদুল আলম (৪০), থানাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে তৌহিদুল ইসলাম (২২) ও বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি এলাকার কফিল উদ্দিনের ছেলে আবু বাক্কার (৪৫)। আহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও তিনজনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বাসটি রাজশাহী থেকে বাঘা যাওয়ার পথে চারঘাট-বানেশ্বর সড়কের হলিদাগাছী আশ্রয়ণ প্রকল্পের কাছে পৌঁছালে তাতে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার মোক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপির কর্মী আবদুল খালেককে (৩২) আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।