মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
শাহজালাল বিমানবন্দরে কোনো সতর্কতা নেই
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ সোমবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যালার্ট (সতর্কতা) জারি না করা সত্ত্বেও কোনো কোনো টিভি চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মর্মে সংবাদ প্রচার করা হচ্ছে। বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।’
এতে বলা হয়, প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বিন্যস্ত করতে এবং সংস্কার ও মেরামতকাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদুল ইসলাম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিমানবন্দরে কোনো অ্যালার্ট (সতর্কতা) জারি করা হয়নি।’