নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না : নজরুল ইসলাম খান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445849789.jpg)
নির্যাতন-নিপীড়ন চালিয়ে সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ কাউন্সিলে নজরুল ইসলাম খান এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘যে লড়াই আমরা শুরু করেছিলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, সে লড়াই আবার জোরদার করতে হবে। কারণ মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, নিশ্চিন্তে-নির্বিঘ্নে বেঁচে থাকার জন্য। আজকে আমার সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘রাজনৈতিক নেতাদের বিতর্কিত করে পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের ওপর সরকারের হামলা ও মামলার কারণে দলের কাউন্সিলের সব প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও তা করা সম্ভব হয়নি।’
ওলি জানান, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর দল এককভাবেই অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে নিজ নিজ নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি।