লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
লক্ষ্মীপুরের সদর উপজেলার দালাল বাজার এলাকায় রোববার দুপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছে। এ সময় শিশুসহ চারজন আহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।
নিহত দুজন হলেন উপজেলার গঙ্গাপুর এলাকার শাজাহানের স্ত্রী খুশি আক্তার (৩২) ও শাহ আলমের স্ত্রী পূর্ণিমা আক্তার (৩৫)।
পুলিশ ও স্বজনরা জানান, খুশি ও পূর্ণিমা অটোরিকশায় করে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। দালাল বাজারের তেমুহনী এলাকায় পৌঁছলে অটোরিকশাটিকে রায়পুর থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে খুশি আক্তার নিহত হন। আহত হন পূর্ণিমা আক্তারসহ পাঁচজন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে পূর্ণিমাও মারা যান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু নাছের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।