রাজবাড়ীতে পিস্তল গুলিসহ ‘চরমপন্থী’ নেতা গ্রেপ্তার
রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়ার আন্ধার মানিক গ্রাম থেকে আকরাম হোসেন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চারটি গুলি ও যুক্তরাষ্ট্রে তৈরি একটি নাইন এমএম বোরের পিস্তল উদ্ধার করা হয়।
আকরাম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার বলে পুলিশ দাবি করেছে। আকরামের বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা উইনিয়নের চরআন্ধার মানিক গ্রামে।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্ধার মানিক গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ আকরাম হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তিনি রাজবাড়ী অঞ্চলের পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। সম্প্রতি তিনি একটি অস্ত্র মামলা আইনে ১০ বছর কারাভোগ করে জেল থেকে বের হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও রয়েছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, রাতে তাঁকে নিয়ে এলাকায় অভিযান চলছে।