মাগুরায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুজনের

মাগুরার শ্রীপুর উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে দুজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টুপিপাড়ার মোসলেম মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের ছেলে নির্মাণশ্রমিক পলাশ রায় (৩০) এবং টুপিপাড়ার গফুর বিশ্বাসের ছেলে মাইক্রোবাসচালক মনিরুল ইসলাম (৩০)।
স্থানীয়রা জানায়, মোসলেম মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকের নিচের ঢালায়ের কাঠ খোলার সময় বিষাক্ত গ্যাসে নির্মাণশ্রমিক পলাশ রায় অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী মাইক্রোবাসচালক মনিরুল ইসলাম সেপটিক ট্যাংকে নামেন। এ সময় তিনিও অজ্ঞান হয়ে পড়েন।
শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাদের দুজনকেই উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মজিদ বলেন, ‘বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মুত্যু হয়েছে।’