শিশুকে নিয়ে নিহত মোটরসাইকেল চালক, স্ত্রী আহত

স্ত্রী ও দুই বছরের শিশুকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি কৃষ্ণ কুমার বাছাড় (২৫)। দ্রুতগামী বাসের ধাক্কায় কৃষ্ণ ও তাঁর শিশু নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন কৃষ্ণের স্ত্রী নীলিমা বিশ্বাস।
কৃষ্ণের নিহত শিশুর নাম সাম্য বাছাড়। তার বয়স মাত্র দুই বছর। কৃষ্ণ কুমার একমি ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দ্রুতগামী বাসের ধাক্কায় কৃষ্ণ কুমার বাছাড় ও ছেলেপুত্র সাম্য বাছাড় ঘটনাস্থলে নিহত হয়। কৃষ্ণের স্ত্রী নীলিমা বিশ্বাস মারাত্মক আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পেশায় নীলিমা একজন নার্স।
অন্যদিকে মাগুরা সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামে সোহাগ হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় নিহত হয়েছেন।