ঝিনাইদহে ট্রাক উল্টে খাদে, চালক ও সহকারী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/16/photo-1560657721.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় আজ রোববার সকালে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চালক ও তাঁর সহকারী (হেলপার) নিহত হয়েছেন। ছবি : এনটিভি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চালক ও তাঁর সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক সুজন (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে। তবে চালকের সহকারীর নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, সকালে সিমেন্টবোঝাই ট্রাকটি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলেই চালক সুজন ও তাঁর সহকারী নিহত হন। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল।