ফরিদপুরে তথ্য অধিকার আইন নিয়ে মতবিনিময় সভা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/28/photo-1446015108.jpg)
ফরিদপুরে তথ্য অধিকার আইন বিষয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা তথ্য অফিস।
আজ বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী তথ্য কর্মকর্তা মোক্তার আলী মল্লিক, অধ্যাপক আবদুল মতিন ফকির, মাহবুবুল ইসলাম পিকুল, পান্না বালা, কামরুজ্জামান সোহেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তথ্য জানা জনগণের মৌলিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে এ আইন করা হয়েছে।