মধুখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/28/photo-1446045906.jpg)
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৫টায় স্থানীয় রেলগেটে বিএনপির কার্যালয়ে মধুখালী থানা যুবদলের আহ্বায়ক আবদুল আলীম মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফর।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।
বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।