ছবিতে কুলাউড়া রেল দুর্ঘটনার দৃশ্য
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল রাত পৌনে ১২টায় বরমচাল স্টেশনের কাছে ইসলামাবাদে আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে চারজন নিহত এবং আহত হয়েছেন আরো অন্তত দুই শতাধিক।
ট্রেনটির ১৭টি বগির মধ্যে পেছনের ছয়টি বগির শেষ বগিটি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে। আরো তিনটি বগি পুরোপুরি লাইনচ্যুত হয়েছে। অবশিষ্ট দুটি বগি আংশিক লাইনচ্যুত অবস্থায় আছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে। পরে আরো দুজন মারা যান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। একশর বেশি মানুষ আহত হয়েছেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ৯০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বেশির ভাগ আহত যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ট্রেনটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। কারণ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-সিলেট সরাসরি সড়ক যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। এ কারণে ট্রেনে যাত্রীসংখ্যা অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল।
এলাকাবাসী লাইট দিয়ে সেখানে অনুসন্ধান চালাচ্ছেন। পুলিশ অ্যাম্বুলেন্সগুলোতে আহতদের তুলে দিচ্ছে। ব্যক্তিগত সিএনজিচালিত অটোরিকশা নিয়েও কেউ কেউ আহতদের সহায়তার জন্য এগিয়ে এসেছেন।