পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষ, গুলিতে বিএনপিকর্মী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/27/photo-1425046833.jpg)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গাড়ি পোড়ানোর মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে বিএনপির এক কর্মী মারা গেছেন। এ ছাড়া চার পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
নিহত রেজোয়ান করিম উপজেলার তুলশীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং তুলশীপুর ইউনিয়ন বিএনপির কর্মী।
এলাকাবাসী জানায়, পুলিশ সাদা পোশাকে তুলশীপুর গ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামি বিএনপির কর্মী হাবিবুর রহমানকে ধরতে যায়। এ সময় পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়।একপর্যায়ে পুলিশ গুলি করলে রেজোয়ান করিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন রেজোয়ানের মা আম্বিয়া খাতুন, ভাই হামিদুর রহমান। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আনিস এনটিভি অনলাইনকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আনুমানিক ২০টি গুলি করেছে। গ্রামবাসীর ইটের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।