বিএনপির আরো অনেকেই পদত্যাগ করতে পারেন : সৈয়দ আশরাফ
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপির ভেতরে অস্থিরতা চলছে। খালেদা জিয়া-তারেকের সঙ্গে অনেক শীর্ষ নেতার স্নায়ুযুদ্ধ চলছে। এসব কারণেই সমশের মবিন চৌধুরী পদত্যাগ করেছেন। আরো অনেকেই পদত্যাগ করতে পারেন।’
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল শনিবার সৈয়দ আশরাফ লন্ডন থেকে একটি ফ্লাইটে সিলেট হয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এই চটি ইমামও তাঁর সঙ্গে ছিলেন।
সকাল ১০টা ২০ মিনিটে তাঁদের বহনকারী বিমান সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ওসমানী বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করে ১১টা ১০ মিনিটে ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন সৈয়দ আশরাফ।
যাত্রাবিরতির সময়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
বিমানবন্দর থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতারা। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ সাংবাদিকদের সৈয়দ আশরাফের সঙ্গে আলাপের বিষয়বস্তু তুলে ধরেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, খালেদা জিয়া-তারেক রহমানের সঙ্গে দূরত্বের কারণেই সমশের মবিন পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন আশরাফ। বিদেশি হত্যাকাণ্ডকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন তিনি। এই ষড়যন্ত্রের প্রতিরোধে তাঁদের সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সহসভাপতি আশফাক আহমদ, যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি প্রমুখ।