চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/01/photo-1446378966.jpg)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার বিজ্ঞান অনুষদ ও পরিবেশ বিজ্ঞান অনুষদের পরীক্ষা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাড়াও হাটহাজারী ও শহরের ছয়টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদে চার হাজার ৬৫৩টি আসনের বিপরীতে এ বছর ভর্তির জন্য আবেদন করেছে দুই লাখ ১১ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়তে হবে গড়ে ৪৬ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগী রয়েছে কম্পিউটার সায়েন্স ও ফলিত পদার্থ বিদ্যা নিয়ে গঠিত জি-ইউনিটে। এখানে ১২৮টি আসনের জন্য মোট প্রার্থী রয়েছে ২৩ হাজার ৪৪৪ জন। অর্থাৎ একটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ১৮৩ জন শিক্ষার্থী।
পরীক্ষার শুরুর পর হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, এবার সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসসহ সন্নিহিত এলাকায় প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে।