খালেদা জিয়া ঐক্যবিরোধী : তথ্যমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর দল আদর্শগতভাবেই জাতীয় ঐক্যবিরোধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া জাতীয় ঐক্যের কথা বলেছেন। আমাদের বক্তব্য হলো : উনি বা ওনার দল আদর্শগতভাবেই জাতীয় ঐক্যবিরোধী। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল এবং জাতীয় ঐক্যের আদর্শগত ভিত্তি তৈরি হয়েছিল, যা সংবিধানে ধারণ করা হয়েছিল, জিয়াউর রহমান সেই ঐক্য ধ্বংস করেছিল। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তিকে পুনর্বাসন করে, সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা নির্বাসন করে, ইতিহাস ও ঐতিহাসিক ধামাচাপা দিয়ে, বিকৃত করে (এটা করা হয়েছে)।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এ নেতা বলেন, ‘জিয়া বা বেগম জিয়ার কাছে জাতীয় ঐক্য মানেই যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদরদের সঙ্গে ঐক্য। বেগম জিয়ার ঐক্য যুদ্ধাপরাধীদের হালাল করা, উনি জাতীয় ঐক্য না বলে, জামায়াতের সঙ্গে ঐক্য বললে ওনার বলাটা সঠিক হবে।’
ইনু বলেন, ‘বেগম জিয়া বলেছেন, গত সাত বছরে তিন হাজার নেতা-কর্মী খুন, এক হাজার ২০০ গুম ও ১২ জনকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। আমরা বেগম জিয়াকে এই তালিকা দেওয়ার জন্য চ্যালেঞ্জ করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘লেডি হিটলার’ ও ‘স্বৈরাচার’ বলায় খালেদা জিয়ার সমালোচনায় তথ্যমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারী কায়দায় দেশ চালানো, হিটলারি কায়দায় দেশ চালানো হলে বেগম জিয়া, বিএনপি কীভাবে রাজনীতি করছেন? বেগম জিয়ার এসব বক্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হচ্ছে কীভাবে?’
স্থানীয় সময় গত রোববার সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজা রিভারব্যাংক হোটেলে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের মানুষ মোটেও ভালো নেই। সুশাসন বলতে কিছু নেই। আমি শেখ হাসিনাকে রং হেডেড বলতে চাই না। তিনি বাংলাদেশে রাজতন্ত্র কায়েম করতে চান।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেডি হিটলার উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তিনি যা হুকুম করেন প্রশাসন তা করে। প্রশাসন দলীয়করণ করা হয়েছে। ভালো ভালো যোগ্য অফিসারকে বের করা দেওয়া হয়েছে। এখনো ৪০০-এর ওপরে ওএসডি করে রাখা হয়েছে। প্রশাসন অকার্যকর।’