কাগজকলে গরম তেলে দুই শ্রমিক দগ্ধ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরায় অবস্থিত আধুনিক পেপার মিলে গরম তেলে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এরা হলেন মো. বদিউজ্জামান (৩৫) ও আমির হোসেন (৩০)। তাঁদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক দোলন সমাদ্দার এনটিভি অনলাইনকে জানান, আহত দুজনের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁর শরীরের প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে। তবে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকেই ঢামেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এ ব্যাপারে আধুনিক পেপার মিলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।