দুর্নীতির অভিযোগে নোয়াখালী জজ কোর্টের নাজির গ্রেপ্তার

বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী জেলা জজ কোর্টের নাজির মো. আলমগীরসহ চার কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে আলমগীরকে আজ সোমবার সকাল ৯টার দিকে মাইজদী কোর্টের কৃষ্ণরামপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দুদক। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করে দুদক কর্মকর্তারা।
চার আসামি হলেন মোহাম্মদ আলমগীর, নাজমুন নাহার, বিজন ভৌমিক ও আফরোজা আক্তার। দুদকের সহকারী পরিচালক সুবল আহমদ আসামিদের বিরুদ্ধে ২৭ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে মামলা করেছেন।
আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির আরো অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দীর্ঘ তিন মাসেরও বেশি সময়ে ধরে আসামিদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে সব অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানান দুদক কর্মকর্তারা।
এর আগে আলমগীর নোয়াখালী জেলা জজকোর্টে রেকর্ড কিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে অল্প সময়ের ব্যবধানে তিনি নাজির পদে পদোন্নতি পান।
আলমগীরের গ্রামেরবাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা দক্ষিণ লালপুর গ্রামে।