মুন্সীগঞ্জে পুলিশি বাধায় পণ্ড বিএনপির সম্মেলন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পণ্ড করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগার রিপন মল্লিকের বাড়ির সামনের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে আলী আজগর রিপন মল্লিক বলেন, ‘কোনো কারণ ছাড়াই পুলিশ অতর্কিতে আমাদের উপজেলা বিএনপির সম্মেলনটি বন্ধ করে দিয়েছে, যা আমাদের কাম্য ছিল না।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের উপজেলায় একটি সভা রয়েছে দাবি করে পুলিশ আমাদের সম্মেলনটি বন্ধ করে দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, প্রশাসনের কোনো অনুমতি ছাড়া বিএনপি এই সম্মেলনটির আয়োজন করেছে। আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় সম্মেলনটি স্থগিত করে দেওয়া হয়েছে।