ছুরি দিয়ে প্রায় উপড়ে ফেললেন স্ত্রীর চোখ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/06/photo-1446817277.jpg)
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে এক স্বামী তাঁর স্ত্রীর ডান চোখ প্রায় উপড়ে ফেলেছেন। বাঁ চোখ ও মুখমণ্ডলে গুরুতর জখম করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় গৃহবধূ শিউলি আক্তারকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই শিউলির স্বামী কামাল হোসেন (৩৫) পলাতক।
টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, কামাল হোসেন স্ত্রী শিউলীকে নিয়ে ১ অক্টোবর টঙ্গীর পূর্ব আরিচপুর শহীদ স্মৃতি স্কুল রোড এলাকায় শফিকুর রহমানের শিবলী ম্যানশনের নিচতলার ঘর ভাড়া নেন। কামাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তেল ও মবিলের ব্যবসা করেন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কামাল তাঁর স্ত্রীর মুখে স্কচ টেপ লাগিয়ে হাত বেঁধে ধারালো ছুরি দিয়ে খুঁচিয়ে ডান চোখ অনেকটাই তুলে ফেলেন এবং বাঁ চোখে ও মুখমণ্ডলে আঘাত করতে থাকেন। এ সময় শিউলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কামাল বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং শিউলীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় শিউলীকে এ হাসপাতালে আনা হয়। শিউলীর ডান চোখের বলটি প্রায় পুরোটিই উঠে গেছে এবং বাঁ চোখে জখমের চিহ্ন রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।