অনেক খোঁজের পর মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ
লক্ষ্মীপুর সদর উপজেলায় আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কাজির দীঘিরপাড় বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শাইছা গ্রামের মৃত বশির উল্লার ছেলে। তিনি রায়পুর পৌরশহরের তানহা কম্পিউটারের মালিক ছিলেন।
নিহত আলমগীরের স্বজনরা জানিয়েছেন, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে পাওনা ছয় লাখ টাকা আনতে গিয়েছিলেন আলমগীর। এরপর রাত ৯টা থেকেই আলমগীরের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে সদর উপজেলার কাজির দীঘিরপাড় বাজারের পাশ থেকে আলমগীরের লাশ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানিয়েছেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।